নয়াদিল্লি: অভিন্ন জয়েন্ট প্রবেশিকা থেকে এ বছরের জন্য রাজ্য বোর্ডগুলিকে ছাড় দিতে কেন অর্ডিন্যান্স আনছে কেন্দ্র? এই প্রশ্নের ব্যাখ্যা দিতেই সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের তরফে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মঙ্গলবার চিন সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি। তার আগেই অর্ডিন্যান্স আনার প্রয়োজনীয়তা বোঝাতে তাঁর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
সম্প্রতি সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলে, মেডিক্যালে আর রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স হবে না। ডাক্তারি পড়তে হলে বসতে হবে দেশব্যাপী অভিন্ন প্রবেশিকায়।  এই পরিস্থিতিতে পড়ুয়াদের সমস্যার কথা সংসদে তোলে রাজনৈতিক দলগুলি। সমাধান সূত্রের খোঁজে, রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।
বৈঠকে পনেরটিরও বেশি রাজ্য দাবি জানায়, অন্তত এক বছরের জন্য অভিন্ন প্রবেশিকা থেকে ছাড় দেওয়ার। কারণ, ভাষা থেকে সিলেবাস - সবক্ষেত্রেই অসুবিধায় পড়তে হবে রাজ্যের পড়ুয়াদের। তাছাড়া, নয়া পাঠ্যক্রমে প্রস্তুতিরও পর্যাপ্ত সময় নেই ছাত্রছাত্রীদের কাছে! বৈঠকে একই দাবি জানায় পশ্চিমবঙ্গও।
এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, অর্ডিন্যান্স জারি করে এবছরের মতো সরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজগুলিকে অভিন্ন প্রবেশিকা থেকে ছাড় দেওয়ার। এরপর শুক্রবারই অর্ডিন্যান্সে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। চূড়ান্ত সিলমোহরের জন্য তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। তার প্রেক্ষিতেই ব্যাখ্যা চেয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সূত্রের খবর, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামতও জানতে চেয়েছেন রাষ্ট্রপতি।
আগামী ২৪ জুলাই দ্বিতীয় পর্যায়ের অভিন্ন প্রবেশিকা হওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ডাক্তারি পড়তে হলে, যে পরীক্ষায় বসতেই হত পড়ুয়াদের। কিন্তু, রাষ্ট্রপতি অর্ডিন্যান্সে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিলে, এই পরীক্ষায় বসার আর প্রয়োজন পড়বে না।
সেক্ষেত্রে, রাজ্যগুলি নতুন করে দিন ধার্য করে মেডিক্যাল জয়েন্ট নিতে পারবে। সেই ফল অনুযায়ীই ভর্তি হবে সরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলিতে। তবে শুধুমাত্র এবছরের জন্য।