কোহিমা: মহিলা সংরক্ষণ নিয়ে উপজাতি গোষ্ঠীগুলির চাপের মুখে পদত্যাগে বাধ্য হলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেইলাং। রাজ্যপাল পি আচার্যর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।


এর আগে দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে জেইলাং তাঁকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পরে কোহিমা ফিরে এসে বলেন, দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে বেশ কয়েকটি রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়েছে।

অন্যান্য রিপোর্টের পাশাপাশি রাজ্যপাল, ইনটেলিজেন্স ব্যুরো, অসম রাইফেলস, সিআরপিএফ, নাগাল্যান্ড প্রদেশ কংগ্রেস কমিটি ও সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতিও রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে কেন্দ্রকে আবেদন করেছেন। তাঁদের বক্তব্য, তা না হলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। কিন্তু তাঁর মনে হয়েছে, রাজ্যের রাজনৈতিক সমস্যা মেটাতে আলোচনা যখন চলছে, তখন রাজ্যবাসী রাষ্ট্রপতি শাসন মেনে নিতে পারবেন না।

জেইলাংয়ের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে নাগা পিপলস ফ্রন্টের আজ বৈঠকে বসার কথা। তারপর বৈঠকে বসবে রাজ্যের শাসক জোট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড লেজিসলেচার পার্টি।

তবে গরিষ্ঠসংখ্যক বিধায়ক চান, রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওকে আবার মুখ্যমন্ত্রী করা হোক। যদিও এই রিওকেই দল থেকে গত বছর বহিষ্কার করেন তাঁরা।