কলকাতা: চোটের জন্য এবারের আইপিএল খেলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের দুই ফাস্ট বোলার কমলেশ নাগারকোটি এবং শিবম মাভি। মাভির পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে কেরলের ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিয়রকে।
২০১৮-র আইপিএল নিলামে কেকেআর ৩.২ কোটি ও ৩ কোটি টাকায় যথাক্রমে নাগারকোটি ও মাভিকে দলে নেয়। ২০১৮-র অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে তাঁদের বোলিংয়ের পেস ও মুভমেন্ট ক্রিকেট মহলের নজর কেড়েছিল। ভারতের অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলের এই দুই তরুণ বোলার। আইপিএলের গত মরশুমে প্লে অফে কেকেআরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মাভি। কিন্তু চোটের কারণে নাগারকোটি একটি ম্যাচও খেলতে পারেননি নাগারকোটি। বর্তমানে এনসিএ-তে রয়েছেন তিনি এবং ফিটনেস ফিরে পেতে এখনও তিন-চার মাস সময় লাগবে।
নাগারকোটির পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছিল কর্নাটকের প্রসিধ কৃষ্ণকে। আগামী মরশুমেও তিনি কেকেআরের হয়ে খেলবেন।
অন্যদিকে, পিঠের সমস্যার কারণে কমপক্ষে আগামী ছয়মাস খেলতে পারবেন না মাভি। চলতি সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে তিনি উত্তরপ্রদেশের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি।
গত মরশুমে কেকেআরের হয়ে ৯ ম্যাচ খেলে ৯.৬৪ ইকোনমিতে মাভি পাঁচ উইকেট নিয়েছিলেন।
নাগারকোটির পরিবর্ত হিসেবে যাঁকে দলে নেওয়া হয়েছে, সেই ওয়ারিয়র আইপিএলে আনকোরা নয়। ২০১৩-১৫ তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডে ছিলেন। তবে এখনও কোনও ম্যাচে খেলেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে কেরলের হয়ে দুরন্ত পারফর্ম করে নজর কেড়েছেন তিনি। ১০ ম্যাচে পেয়েছেন ৪৪ উইকেট।
এই ফর্ম টি ২০ তেও অব্যাহত রাখেন ওয়ারিয়র। গ্রুপ পর্বে অন্ধ্রের বিরুদ্ধে একটি হ্যাটট্রিক সহ ছয় ম্যাচে আট উইকেট দখল করেন তিনি।
আগামী ২৪ মার্চ ইডেনে হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
চোটের জন্য নেই নাগারকোটি ও মাভি, কেকেআর দলে সন্দীপ ওয়ারিয়র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2019 08:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -