নৈনিতাল: সমতলে বীভৎস গরম, ধুলো ঝড়ে জেরবার সাধারণ মানুষ। তাই বর্ষা দোরগোড়ায় এসে গেলেও শৈলশহরে যাওয়ার হিরিকে কোনও খামতি নেই। তবে এরমধ্যেই সিমলায় জলসঙ্কট, তারজন্যে পর্যটকদের সেখানে না যাওয়ার অনুরোধ, জম্মু কাশ্মীরের দ্রাসে ধস। কিন্তু তাতেও থমকে নেই পর্যটকরা। উত্তরাখণ্ডের অপর শৈলশহর নৈনিতাল পর্যটকদের বারংবার টানে। সেই টানেই সবাই ছুটে যাচ্ছে সেখানে। কিন্তু নৈনিতাল ঢোকার মুখে এখন একটি ব্যানার নজর কাড়ছে সকলের। নৈনিতালে স্বাগত জানানোর বদলে লেখা 'হাউসফুল নৈনিতাল'।
এই ব্যানারটি দিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ। প্রসঙ্গত, পুলিশ পর্যটকদের সেখানে বেসরকারি গাড়ি নিয়ে ঢুকতে নিষেধ করেছে, কারণ এলাকার সমস্ত পার্কিং লট ভর্তি হয়ে গিয়েছে।
নৈনিতালে ১২টি পার্কিং লট রয়েছে। সেখানে চার চাকার প্রায় দুহাজার যান রাখা সম্ভব। এই মরসুমে প্রতিদিন সেখানে তিন হাজার থেকে চার হাজার পর্যটক গাড়ি নিয়ে আসছে। সপ্তাহ শেষে এই সংখ্যাটি প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। ট্র্যাফিক সামলাতে নাস্তানাবুদ হতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। তাই বাধ্য হয়েই শহরের বাইরে গাড়ি ছেড়ে রাখার অনুরোধ করছে পুলিশ প্রশাসন।
এই হাউসফুল ব্যানারটি রাখা হয়েছে নরিমান ক্রসিং, কাঠগোদাম পুলিশ চৌকি, ভিমতাল ক্রসিং এবং আরও অন্যান্য রাস্তায়।
'নৈনিতাল হাউসফুল', উত্তরাখণ্ডের শৈলশহরে ঢোকার আগে পর্যটকদের নজরে এখন এই ব্যানার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jun 2018 03:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -