ত্রিবান্দ্রম: কেরলের বিখ্যাত ডাবিং আর্টিস্ট ভাগ্যলক্ষ্মী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি ঘটনার কথা পোস্ট করেছেন, যা পড়ে তোলপাড় গোটা রাজ্য। হইচইয়ের চোটে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ কেরলের মুখ্যমন্ত্রীকে। ভাগ্যলক্ষ্মী দাবি করেছেন, তাঁর পরিচিত এক মহিলা স্বামীর বন্ধুদের গণধর্ষণের শিকার হয়েছেন।
ভাগ্যলক্ষ্মীর কথামত, ওই মহিলার বাড়ি ত্রিশূরে। সপ্তাহতিনেক আগে স্বামীকে নিয়ে তাঁর বাড়ি আসেন তিনি। তখনই জানান, দু’বছর আগে তাঁর সঙ্গে ঘটা ভয়াবহ অপরাধের কথা। ৪ অভিযুক্তের মধ্যে একজন আবার স্থানীয় রাজনীতিক। সকলেই তাঁর স্বামীর বন্ধু।
প্রাথমিকভাবে ওই মহিলা এতটাই ভেঙে পড়েন, যে পুলিশে অভিযোগ করতে যেতে পারেননি। কিছু বলতে পারেননি স্বামীকেও। ৩ মাস পর পুলিশের দ্বারস্থ হলে তারা তাঁকে একের পর এক অস্বস্তিকর প্রশ্ন করতে থাকে। ঘটনার কোনও প্রমাণ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে তাঁর পক্ষে। দুবছর ধরে এই অবস্থা সহ্য করার পর ভাগ্যলক্ষ্মীর সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ভাগ্যলক্ষ্মী সব কথা ফেসবুকে পোস্ট করতে চাওয়ায় রাজি হয়ে যান তিনি।
ফেসবুক পোস্টটি কেরলে বহু মানুষের নজর কেড়েছে। এমনকী বাদ নেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিসও। মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন তাঁরা।
স্বামীর বন্ধুদের হাতে ধর্ষিতা হওয়া মহিলা সরব হলেন ফেসবুকে
ABP Ananda, Web Desk
Updated at:
03 Nov 2016 01:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -