নয়াদিল্লি: বিজেপি-র ‘সম্পর্ক ফর সমর্থন’ প্রচারাভিযানের অঙ্গ হিসেবে ইসলামিক কালচারাল সেন্টারের সভাপতি সিরাজুদ্দিন কুরেশির সঙ্গে দেখা করলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তি ও মানবতার কার্যকরী ও শক্তিশালী কন্ঠ হয়ে উঠেছেন। আমাদের ঐক্যের কাঠামো মজবুত করার জন্য একসঙ্গে কাজ করতে হবে। ভারতে সংখ্যালঘুরা নিরাপদ। বিশ্বের অন্য যে কোনও দেশের তুলনায় ভারতে সংখ্যালঘুদের সামাজিক-ধার্মিক, সাংবিধানিক অধিকার বেশি।’



মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষে ‘সম্পর্ক ফর সমর্থন’ প্রচারাভিযান শুরু করেছে বিজেপি। দেশজুড়ে ৪,০০০ বিজেপি নেতারা সমাজের বিভিন্ন ক্ষেত্রের এক লক্ষ মানুষের সঙ্গে দেখা করছেন। সেভাবেই কুরেশির সঙ্গে দেখা করলেন নকভি। তিনি বলেছেন, ‘অশুভ শক্তি মরিয়া ও হতাশ হয়ে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে। কিন্তু শান্তি ও ঐক্য বজায় রাখার প্রতি মানুষের দায়বদ্ধতা এই ধরনের শক্তিকে বিচ্ছিন্ন ও পরাস্ত করবে।’