নয়াদিল্লি: দেশের উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের প্রশংসা করলেন। তিনি বললেন, করোনার এই সংকটকালে ভারতের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো। কিন্তু এখনও আরও বেশি সতর্কতার প্রয়োজন। এক্ষেত্রে   কোনওরকম বেপরোয়া মনোভাব খুবই উদ্বেগের ব্যাপার। বিশেষ করে, দেশ এখন আনলক পর্বে প্রবেশ করেছে।

প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বজুড়ে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই দেশ আনলক পর্বে প্রবেশ করেছে। এখন দেশে বর্ষাকাল চলছে। এই সময় সর্দি-ঠাণ্ডা, কাশি-জ্বরের ঘটনা বেড়ে যায়।

প্রধানমন্ত্রী বলেছেন, মৃত্যুর হারের ক্ষেত্রে বিশ্বের অনেক দেশের তুলনায় ভারত অনেকটাই ভালো জায়গায় রয়েছে। সঠিক সময়ে লকডাউন ও অন্যান্য সিদ্ধান্তের ফলে দেশে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পেয়েছে।

মোদি বলেছেন, এখন যখন দেশে আনলক -১ পর্ব শুরু হয়েছে, তখন ব্যক্তিগত ও সামাজিক ব্যবহারে বেপরোয়া মনোভাব বেড়েই চলেছে। প্রথমে মাস্ক, দু গজ দূরত্ব ও দিনে বেশ কয়েকবার ২০ সেকেন্ড ধরে সাবান জলে হাত ধুয়ে নেওয়ার ব্যাপারে খুবই সতর্ক ছিলাম।

প্রধানমন্ত্রী বলেছেন, এই সময় যাঁরা বেপরোয়া মনোভাব দেখাচ্ছেন, তাঁরা বুঝতে পারছেন না যে, তাঁরা করোনার বিরুদ্ধে লড়াইকেই দুর্বল করছেন। এ ধরনের মানুষদের বেপরোয়া মনোভাবে রাশ টানতে হবে এবং নিয়ম পালন করাতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, আনলক ১ কার্যকর হওয়ার পর সুরক্ষা বিধি অমান্য হওয়ার ঘটনা দেখা যাচ্ছে।অনেক জায়গায় সুরক্ষা বিধি উপেক্ষা করা হয়েছে।লকডাউনের সময় কড়াভাবে নিয়ম পালন করা হয়েছে।কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে।কনটেনমেন্ট জোনে নিয়ম ভাঙলেই আটকাতে হবে।স্থানীয় প্রশাসনকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে।এটা ১৩০ কোটি ভারতবাসীর জীবন রক্ষার বিষয়।
গ্রাম হোক, বা শহর কোথাও কেউ নিয়মের উপরে নয়।এমন অবস্থা যেন না হয়, যাতে গরিবের উনুনে আগুন জ্বলবে না।