সোনামুড়া: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র কটাক্ষ করে বদলের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানিকের নির্বাচনী কেন্দ্র ধানপুর যে মহকুমার অন্তর্গত সেই সোনামুড়াতেই এক জনসভায় তাঁর স্লোগান, ‘ ত্রিপুরার মানুষের মানিক নয়, হীরে চাই। চলো পাল্টাই’।
ত্রিপুরার বাম সরকার ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মোদী বলেছেন, ‘ওনার (মানিক সরকার) সাদা কুর্তার পিছনে কালো। দেশের অন্য রাজ্যগুলির সরকারি কর্মী এবং অন্যান্য ক্ষেত্রের কর্মীদের তুলনায় ত্রিপুরার মানুষের বেতন কম। মানুষের সঙ্গে প্রতারণা করছে রাজ্য সরকার। গত বছর ধরে মানুষকে সম্মোহিত করে রেখেছে বাম দলগুলি। মানুষ বুঝতে পারছেন না তাঁরা কতটা পিছিয়ে আছেন। এবার রাজ্যের ভবিষ্যৎ এবং মানুষের ভাগ্য বদল করার সময় এসেছে।’
ত্রিপুরা সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ঠিকমতো খরচ করতে না পারার অভিযোগ এনে মোদী বলেছেন, ‘ত্রিপুরায় খরচ হওয়া প্রতি ১০০ টাকার মধ্যে ৮০ টাকাই দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় বরাদ্দের অর্থ ঠিকমতো খরচ করতে পারছে না। বামফ্রন্ট সরকার গরিব মানুষের টাকা লুঠ করছে। ভবিষ্যতেও যদি বাম সরকারকে ত্রিপুরা শাসন করতে দেওয়া হয়, তাহলে রাজ্যের কোনও উন্নয়ন হবে না।’
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘ত্রিপুরায় মানুষ আত্মহত্যা করছেন, তরুণরা চাকরি পাচ্ছে না। বাম দলগুলিকে ছুড়ে ফেলে দেওয়ার সময় এসেছে। গত ২৫ বছরের অপশাসনে মানুষ কিছুই পাননি। দারিদ্র্যের হার বেড়ে গিয়েছে, মানুষ আরও পিছিয়ে পড়েছেন। ১৮ তারিখ বিজেপি-কে ভোট দেওয়াই বামফ্রন্ট সরকারের শাস্তি হবে। বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ হবে।’
‘ত্রিপুরার মানুষের মানিক নয়, হীরে চাই, চলো পাল্টাই’, বিধানসভা নির্বাচনের প্রচারে আহ্বান মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
08 Feb 2018 04:40 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -