নয়াদিল্লি: আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩৩ তম মৃত্যু বার্ষিকী। এই দিনটিতে প্রয়াত প্রধানমন্ত্রীকে ট্যুইটারের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদী। তাঁর ট্যুইট, মৃত্যুবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীকে শ্রদ্ধা।





দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা। ১৯১৭-র ১৯ নভেম্বর জন্ম হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরার।
১৯৮৪-র ৩১ অক্টোবর নিজেরই দেহরক্ষীর বুলেট ঝাঁঝরা করে দেয় তাঁর শরীর। পঞ্জাবে জঙ্গি দমনে অপারেশন ব্লু স্টারের কয়েক মাস পরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
প্রথম দফায় ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরপর ফের ১৯৮০-র ভোটে জিতে প্রধানমন্ত্রী হন ইন্দিরা। জীবনের শেষদিন পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।