নয়াদিল্লি: আজ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোুপাধ্যায়ের জন্মদিন। ৮২ বছর পূর্ণ করলেন তিনি। ট্যুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু মানুষ। কংগ্রেসের পক্ষ থেকেও ট্যুইট করে প্রণবকে শুভেচ্ছা জানানো হয়েছে।



কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলমন্ত্রী পীযূষ গয়াল, কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা, বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়, কংগ্রেস নেতা অশোক গেহটল, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও প্রাক্তন রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।