চণ্ডীগড়: ন্যাশনাল হেরাল্ড মামলায় আরও জড়িয়ে গেল কংগ্রেস। এবার এফআইআর দায়ের হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুখ্যমন্ত্রী থাকাকালীন হরিয়ানা আরবান ডেভেলপমেন্ট অথরিটির কর্তা ছিলেন তিনি। সে সময় ২০০৫ সালে পাঁচকুলা এলাকায় বেআইনিভাবে জমি হস্তান্তর করেন অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে। এই অ্যাসোসিয়েটেড জার্নালসই বার করত ন্যাশনাল হেরাল্ড কাগজটি। হুডার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক কাজকর্মের অভিযোগে এফআইআর করা হয়েছে।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ সভাপতি রাহুল গাঁধীর ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে মুখ্য ভূমিকা রয়েছে। রাহুলের সংস্থা ইয়ং ইন্ডিয়ান ন্যাশনাল হেরাল্ডের ২,০০০ কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে কবজা করেছে বলে অভিযোগ করেন তিনি।