নয়াদিল্লি: শুটিং রেঞ্জের মতোই দুষ্কৃতীদের বিরুদ্ধে লড়াইয়েও অসাধারণ দক্ষতা দেখালেন জাতীয় স্তরের শুটার আয়িশা ফলক। তিনি অপহরণকারীদের গুলিতে জখম করে জামাইবাবুর প্রাণ বাঁচালেন। আয়িশার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ পুলিশকর্মীরা।
আয়িশার জামাইবাবু আসিফ মাঝেমধ্যে ট্যাক্সি চালান। সেই ট্যাক্সি চালাতে গিয়েই তিনি অপহৃত হন। যাত্রী সেজে দিল্লির দরিয়াগঞ্জ থেকে আসিফের ট্যাক্সিতে ওঠে রফি ও আকাশ নামে দুই দুষ্কৃতী। এরপর তারা আসিফকে ভজনপুরার দিকে ট্যাক্সি নিয়ে যেতে বলে। আসিফের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে ২৫ হাজার টাকা দাবি করে।
আয়িশা ও তাঁর স্বামী পুলিশে খবর দেন। অপহরণকারীদের কথা অনুযায়ী তাঁরা পুলিশকে নিয়ে শাস্ত্রী পার্কে যান। পুলিশকর্মীদের উপস্থিতির কথা বুঝতে পেরে অপহরণকারীরা সেখান থেকে চলে যায়। এরপর তারা আয়িশাদের ভজনপুরায় যেতে বলে। সেখানেও আয়িশাদের সঙ্গে পুলিশকর্মীরা ছিলেন। তাঁরা যখন অপহরণকারীদের ধরতে যান, তখন তারা পালানোর চেষ্টা করে। ২০১৫ সালে নর্থ জোন শুটিংয়ে ব্রোঞ্জ জেতা আয়িশা .৩২ বোরের পিস্তল নিয়ে গিয়েছিলেন। সেই পিস্তল থেকেই তিনি অপহরণকারীদের লক্ষ্য করে গুলি চালান। একজনের পায়ে এবং অপরজনের কোমরে গুলি লাগে। এরপর তাদের ধরে ফেলে পুলিশ।
অপহরণকারীদের গুলি, জামাইবাবুকে বাঁচালেন জাতীয় স্তরের শুটার
Web Desk, ABP Ananda
Updated at:
29 May 2017 09:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -