নয়াদিল্লি: ২০১৫-১৬ সালে ২০ হাজারের বেশি টাকার অনুদানে ১০২ কোটির ওপর আয় করেছে জাতীয় রাজনৈতিক দলগুলি। আর সেই তালিকার শীর্ষে রয়েছে বিজেপি। এমনই রিপোর্ট প্রকাশিত হয়েছে।


সংবাদসংস্থা সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে, ২০ হাজারের বেশি অনুদানের যে তালিকা ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলি, সেই অনুযায়ী মোট ১,৭৪৪টি ডোনেশনের মাধ্যমে ১০২.০২ কোটি টাকা পেয়েছে তারা।


রিপোর্ট বলছে, ওই সময়ে ২০ হাজারের বেশি অনুদান সর্বাধিক পেয়েছে বিজেপি। ৬১৩টি অনুদানে গেরুয়া শিবিরের কোষাগারে এসেছে ৭৬.৮৫ কোটি। অন্যদিকে, ৯১৮ অনুদান থেকে কংগ্রেসের আয় হয়েছে ২০.৪২ কোটি।


সাধারণত, ২০ হাজারের কম অনুদান দেওয়া হয় স্ক্রুটিনি এড়ানোর জন্য। সম্প্রতি, কেন্দ্রের কাছে নির্বাচন কমিশন প্রস্তাব রেখেছে, বেনামি অনুদানের ঊর্ধ্বসীমা ২০ হাজার থেকে কমিয়ে ২ হাজার করা হোক।


অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লু) যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছে। রিপোর্ট বলছে, কংগ্রেস, এনসিপি, সিপিআই, সিপিএম এবং তৃণমূল মিলিতভাবে যত আয় করেছে, বিজেপির আয় তার তিনগুণ।


নির্বাচন কমিশনের কাছে জাতীয় রাজনৈতিক দলগুলি নিজেদের অনুদান সম্পর্কে যা ঘোষণা করেছে, সেই অনুযায়ী বহুজন সমাজ পার্টি গত ১০ বছরে ২০ হাজারের বেশি অনুদান কখনও পায়নি।


তবে, রিপোর্ট এ-ও বলছে, ২০১৪-১৫ বছরের তুলনায় ২০১৫-১৬ তে রাজনৈতিক দলগুলির আয় প্রায় ৮৪ শতাংশ কমেছে। অঙ্কে যা ৫২৮.৬৭ কোটি। এই দুই অর্থবর্ষে বিজেপির আয় ৪৩৭.৩৫ কোটি থেকে কমে ৭৬.৮৫ কোটিতে ঠেকেছে।


আবার ২০১৩-১৪ অর্থবর্ষে এর উল্টো চিত্র ধরা পড়েছিল। যেমন, বিজেপির আয় ১৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে, কংগ্রেসের আয় ১৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। রিপোর্টের মতে, সম্ভবত লোকসভা নির্বাচনের জন্যই এই বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল।


রিপোর্ট অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির নগদে অনুদানের হার অনেকটা কমেছে। ১০২ কোটি টাকার মধ্যে জাতীয় দলগুলি ১১২টি অনুদানের মাধ্যমে ১.৪৫ কোটি টাকা নগদে আয় করেছে।


মনে করা হচ্ছে, নির্বাচন কমিশন নগদ অমনুদানকে আয়কর ছাড়ের আওতা থেকে বাদ দেওয়ায় এই প্রবণতা কমেছে। এদিকে, রিপোর্টে কয়েকটি ক্ষেত্রে সংশয়ও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিজেপি, কংগ্রেস, সিপিআই এবং এনসিপি ৪৭৩টি অনুদানকারীর প্যান তথ্য প্রদান করেনি।