নয়াদিল্লি: দেশে মাদকাসক্তদের প্রকৃত সংখ্যা জানতে এইমসের মাধ্যমে একটি জাতীয় সমীক্ষা শুরু করেছে কেন্দ্র। ২০১৮-র মধ্যেই এই সমীক্ষার ফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। রাজ্যসভায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়নমন্ত্রী থাওয়ার চাঁদ গেহলৌত। তিনি জানিয়েছেন. দিল্লির এইমসের একটি এজেন্সির মাধ্যমে ওই সমীক্ষা চলছে এবং সরকার এ বিষয়ে সব ধরনের সাহায্য করছে।
এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানিয়েছেন, মাদকসক্তরা কতটা মাদক ও কী ধরনের মাদক ব্যবহার করে, তা নিয়ে এইমসের ন্যাশনাল ড্রাগ ডিপেনডেন্স ট্রিটমেন্ট সেন্টারকে সমীক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন, ২০১২ সংক্রান্ত জাতীয় নীতিতে পাঁচ বছর অন্তর এ ধরনের সমীক্ষা চালানোর সংস্থান রয়েছে।
তিনি জানান, এ ধরনের সংস্থান থাকলেও এর আগে  এ ধরনের সমীক্ষা হয়নি। বর্তমানে দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৭.২১ কোটি বলে অনুমান।