নয়াদিল্লি: ভারতীয় সাবমেরিনে বসানো হবে মার্কিন জাহাজ-বিধ্বংসী হার্পুন মিসাইল। এর জন্য জার্মানির থুসেনক্রুপ মেরিন সিস্টেমের সঙ্গে ২৬২ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
খবরে প্রকাশ, ভারতীয় নৌবাহিনীর দুটি শিশুমার শ্রেণীর সাবমেরিন – আইএনএস শঙ্কুষ এবং আইএনএস শাল্কিতে মার্কিন নির্মিত জাহাজ-বিধ্বংসী মিসাইল অন্তর্ভুক্ত করা হবে। জানা গিয়েছে, মুম্বইয়ের নৌসেনার ঘাঁটিতে এই ফিটিং সম্পন্ন হবে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর গুরনাদ সোধী জানান, এই চুক্তি ভারতের প্রতি দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার একটি মাইলফলক। তাঁর দাবি, ভারতীয় নৌসেনার প্রয়োজন এমন যে কোনও সিস্টেমকে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম।
প্রায় ৬০ হাজার কোটি ব্যয়ে পি-৭৫(আই) প্রজেক্টের আওতায় ৬টি ডিজেল-চালিত সাবমেরিন তৈরি করার ভাবনাচিন্তা করছে ভারত। ওই সাবমেরিনগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এদেশেই। সোধী জানান, তাঁর সংস্থার পাখির চোখ হল, ওই সাবমেরিনে সমস্ত রকম সামরাস্ত্র অন্তর্ভুক্ত করার বরাত পাওয়া। তিনি বলেন, ব্রহ্মোস থেকে শুরু করে যে কোনও অস্ত্র ও সিস্টেমকে অন্তর্ভুক্ত করতে যোগ্য থুসেনক্রুপ।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতকে এই বিশেষ হার্পুন মিসাইল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মোট চুক্তির মূল্য ছিল ২০ কোটি ডলার। ওই চুক্তির আওতায় ভারতকে প্রায় এক ডজন ইউজিএম-৮৪ এল হার্পুন ব্লক ২ এনক্যাপ্সুলেটেড মিসাইল, ১০টি অতিরিক্ত ট্রেনিং মিসাইল এবং ২টি এনক্যাপ্সুলেটেড হার্পুন সার্টিফিকেশন ট্রেনিং ভেহিকল দেওয়া হয়।
ভারতীয় সাবমেরিনে বসছে মার্কিন জাহাজ-বিধ্বংসী হার্পুন মিসাইল
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2016 09:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -