রায়পুর: পুলিশের চর সন্দেহে ছত্তিশগড়ের সুকমায় অতিরিক্ত জেলা শাসকের ড্রাইভারকে খুন করার অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে।


পুলিশ জানিয়েছে, শ্রীনিবাস বিসেন নামে বছর ৩৫-এর ওই ড্রাইভার সুকমার অতিরিক্ত জেলা শাসক মানসিংহ ঠাকুরের গাড়ি চালাতেন। ডিউটি সেরে মোটরসাইকেলে চেপে জেলা হেড কোয়ার্টার্স্ থেকে ১৬ কিলোমিটার দূরে নিজের গ্রাম কেরলাপালে ফিরছিলেন তিনি। গ্রামের খুব কাছেই অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয় মাওবাদীরা। প্রথমে গুলি করা হয় বিসেনকে। এরপর ধারালো কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সেই স্থানেই তাঁকে ফেলে পালায় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিরাপত্তারক্ষীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কিছু মাওবাদী প্রচার পুস্তিকা। যেখানে মাওবাদীদের অভিযোগ, পুলিশের চর হিসেবে কাজ করতেন বিসেন। গত মাসে বিজাপুরের গঙ্গালুরের জঙ্গলে এক মাওবাদী দম্পতিকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশকে বিসেনই খবর দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে ওই প্রচার পুস্তিকায়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। অপরাধীদের খোঁজে শুরু হয়েছে
চিরুনি তল্লাশি।