গুয়াহাটি: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ‘চায়ে পে চর্চা’ মিডিয়ার নজর কেড়েছে। এরপর চা এর গুরুত্ব বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। জানা গিয়েছে,
নতুন পাঠ্যবইয়ে ‘চা’ নিয়ে একটি পৃথক অধ্যায়ের কথা ভাবছে এনসিইআরটি। নর্থ ইস্ট টি অ্যাসোসিয়েশন (এনইটিএ) এমনই আবেদন জানিয়েছে এনসিইআরটি কর্তৃপক্ষের কাছে। সেই মতো এই প্রস্তাব ভেবে দেখছে টেক্সটবুক ডেভেলপমেন্ট কমিটি।
এনইটিএ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছে। তাদের বক্তব্য, চা দেশের অর্থনীতি এবং সমাজের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। তাই পাঠ্যবিষয়ে ‘চা’-কে রাখার আবেদন জানিয়েছে তারা।
এরই প্রেক্ষিতে এনসিইআরটি জানিয়েছে, তারা জাতীয় শিক্ষা নীতির সংশোধনের প্রক্রিয়াটি চলছে। বিষয়টি ভাবনা চিন্তার পর্যায়ে রয়েছে। পাঠ্যবই সংস্করণের আগে বিষয়টি পর্যালোচনা করা হবে জানা গিয়েছে।
ইরানির কাছে পাঠানো আবেদনে বলা হয়েছে, বিশ্বে সবথেকে বেশি কালো চা উৎপাদিত হয় ভারতে। সারা বিশ্বে উৎপাদিত মোট চায়ের ২৫ শতাংশই হয় ভারতে। তাই সামাজিক, অর্থনৈতিক দিক থেকে এর গুরুত্বও খুব বেশি। ইতিমধ্যেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ভূগোল বইতে বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে।
পাঠ্যবইয়ে ‘চা’! ভাবনাচিন্তা এনসিইআরটি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2016 10:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -