নয়াদিল্লি: তিন তালাকের বিষয়টি খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে যে পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে, সেখানে কোনও মহিলা না থাকায় ক্ষুব্ধ জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম। তিনি বলেছেন, ‘তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টে যে আলোচনা চলছে, তার দিকে আমার নজর রয়েছে। বিভিন্ন ধর্মের বিচারপতিরা এই বেঞ্চে রয়েছেন। কিন্তু আমার মনে হচ্ছে, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। মহিলাদের অধিকার, মানবাধিকার এবং শিশুদের অধিকারও এর সঙ্গে যুক্ত। তাই এই বেঞ্চে একজন মহিলা বিচারকের থাকা উচিত ছিল। আমি কোনও বিচারপতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না। কিন্তু আমার মনে হয় বিচারপতি আর ভানুমতীকে এই বেঞ্চে রাখা উচিত ছিল।’
সুপ্রিম কোর্টে বর্তমানে যে ২৮ জন বিচারপতি আছেন, তাঁদের মধ্যে মহিলা মাত্র একজন। কিন্তু তিন তালাক নিয়ে যে বেঞ্চ আলোচনা করছে, সেখানে ভানুমতীকে রাখা হয়নি। এতে অসন্তুষ্ট মহিলা কমিশনের চেয়ারপার্সন। তাঁর দাবি, মুসলিম মহিলারা জানিয়েছেন, এখন আর কোরান মেনে তিন তালাক দেন না মুসলিম পুরুষরা। তাঁরা মহিলাদের উপর অত্যাচার করার জন্যই তিন তালাকের অপব্যবহার করছেন। ফলে এটা মানবাধিকার সংক্রান্ত বিষয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
তিন তালাক: বিচারপতিদের বেঞ্চে ভানুমতী নেই কেন? প্রশ্ন মহিলা কমিশনের প্রধানের
Web Desk, ABP Ananda
Updated at:
13 May 2017 04:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -