নয়াদিল্লিবুন্দেলশহর গণধর্ষণের ঘটনায় নাবালিকার সঙ্গে অভব্য আচরণ এবং তাকে অপ্রস্তুতে ফেলার মত প্রশ্ন করার অভিযোগে এক চিকিৎসককে তলব করল জাতীয় মহিলা কমিশন। ওই চিকিৎসকই নাবালিকার শারীরিক পরীক্ষা করেছিলেন বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কমিশন। পুলিশেরও নিন্দা করেছে কমিশন।


 

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কুমারমঙ্গলম্ জানিয়েছেন, নাবালিকার পরিবার জানিয়েছে, শারীরিক পরীক্ষার সময় তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই চিকিত্সক। চিকিৎসকের প্রশ্নে অস্বস্তিতে পড়ে যায় মেয়েটি। এমনকী মেয়েটিকে ভর্ত্সনারও অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, ওই ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

 

কুমারমঙ্গলম্ জানিয়েছেন, ওই নাবালিকা এবং তার মা এখনও ভীত সন্ত্রস্ত। কমিশনের সদস্যরা তাদের কাউন্সেলিং করেছেন। পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। তাঁদের অভিযোগ, ক্লিনিকাল বা সাইক্রিয়াট্রিক কোনওরকম কাউন্সেলিং করানোর ব্যাপারে উদ্যোগী হয়নি পুলিশ। তাঁদের আরও অভিযোগ, আক্রান্ত মা-মেয়ের সঙ্গে প্রথমে পুলিশ দেখা করতেও দেয়নি।

 

প্রসঙ্গত, নয়ডার এক মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে শুক্রবার রাতে উত্তরপ্রদেশের হাইওয়ের কাছে গাড়ি থেকে টেনে নামিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা।  উত্তরপ্রদেশের সাহাজাহানপুরে আত্মীয়র বাড়ি যাচ্ছিল পরিবারটি। রাস্তায় বুলন্দশহরের কাছে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। প্রথমে তাঁরা গাড়ি থামাননি। আরও খানিকটা যাওয়ার পর আবার শব্দ শুনতে পেয়ে গাড়ি থামাতে বাধ্য হন। পরিবারের অভিযোগ গাড়ি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। গাড়ি থেকে সকলকে জোর করে নামিয়ে দড়ি দিয়ে পুরুষ সদস্যদের বাঁধা হয়। এরপর মহিলা ও তাঁর মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই নক্ক্যারজনক ঘটনায় সমালোচনার মুখে পড়েছে অখিলেশ যাদবের সরকার।