নয়াদিল্লি: একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন মহিলা উপস্থাপকের সঙ্গে অভব্য আচরণ আচরণ করার অভিযোগে হরিয়ানার প্রাক্তন বিজেপি নেতা সুরজপাল আমুকে তলব করল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)। ট্যুইট করে মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এনসিডব্লু চেয়ারপার্সন রেখা শর্মাকে ফোন করে একটি টেলিভিশন চ্যানেলের একজন অ্যাঙ্কর করণী সেনার সুরজপাল আমুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করেছেন। এরপরেই এনসিডব্লু এই ঘটনা সম্পর্কে খোঁজ নিয়েছে। সুরজপাল আমুকে সমন পাঠানো হচ্ছে।’
‘পদ্মাবৎ’-এর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে করণী সেনার তাণ্ডব নিয়ে আজ ওই টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান চলাকালীন আমুকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি সংশ্লিষ্ট উপস্থাপককে ‘বেবি’ বলে সম্বোধন করেন। ওই উপস্থাপক আপত্তি করেন। কিন্তু তাতেও থামেননি আমু। ওই টেলিভিশন চ্যানেলে তাঁর অভব্যতার নিন্দা শুরু হয়েছে দেশজুড়ে। অভিযোগ পাওয়ার পর এনসিডব্লু-ও এবার নড়েচড়ে বসল।