অন্যদিকে ফয়জলের ভাই আমির সিদ্দিকির বিরুদ্ধেও বিতর্কিত চীনা টিকটক ভিডিও বানানোর অভিযোগ রয়েছে। অ্যাসিড অ্যাটাকের প্রচারের বিতর্কিত ভিডিওটিতেও দেখা গিয়েছিল আমিরকেও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ফয়জল একটি মেয়ের মুখে কোনও তরল পদার্থ ছুঁড়ে দিচ্ছে আর তাতে পুড়ে যাচ্ছে মেয়েটির মুখ। সঙ্গে সঙ্গে ফয়জলকে বলতে শোনা যায়, 'তুই যার জন্য আমায় ছেড়েছিলি সেই তোকে ছেড়ে দিল!' পুড়ে যাওয়া বোঝাতে রং করে দেওয়া হয়েছে মেয়েটির মুখ।
ভিডিওটি পোস্ট করতেই অভিযোগ ওঠে মহিলাদের ওপর অ্যাসিড অ্যাটাকের প্রচার করছেন ফয়জল। উল্লেখ্য, ফয়জল সিদ্দিকি প্রখ্যাত টিকটক তারকা আমির সিদ্দিকির ভাই ও নবাব টিমের সদস্য।
অন্যদিকে অভিষেক রাজপুত নামে এক আইনজীবীও ফয়জলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নিজের টুইটার হ্যান্ডেলে বিষয়টি প্রকাশ্যে আনতেই দাবি ওঠে ভিডিওটির মেয়েটির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হোক। সমবেত দাবিতে ওই আইনজীবী মেয়েটির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেন।