নয়াদিল্লি: সংসদে অচলাবস্থার জন্য কংগ্রেস ও অন্য বিরোধীদের দুষছে কেন্দ্র। ২৩ দিন সংসদের বাজেট অধিবেশন অচল হয়েছে বিরোধীদের লাগাতার বিক্ষোভে, তারাই সংসদ চলতে দেননি বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী অনন্ত কুমার আজ জানান, ওই দিনগুলির বেতন, ভাতা নেবেন না এনডিএ সদস্যরা, ছেড়ে দেবেন।

কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, সংসদের দুই কক্ষ অচল করে রেখে গণতন্ত্র-বিরোধী রাজনীতি করেছে বিরোধীরা। কংগ্রেস গুরুত্বপূর্ণ বিল পাশ হতে দেয়নি, যার ফলে করদাতাদের অর্থের 'অপচয় হয়েছে' যা 'ফৌজদারি অপরাধ'। শুক্রবার বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা।