নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে এনডিটিভি ইন্ডিয়া। পঠানকোট হামলার সময় তাদের সম্প্রচারে জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, নিরাপত্তাবাহিনীর জঙ্গি দমন অভিযানের গুরুত্বপূর্ণ খবর সন্ত্রাসবাদীরা জেনে ফেলতে পারত, এহেন কারণ দেখিয়ে কেন্দ্র ৯ নভেম্বর একদিনের জন্য তাদের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই সরকারি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন পেশ করেছে সর্বভারতীয় সংবাদ চ্যানেলটি।


সরকারি নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাদের আবেদনে। তারা বলেছে, তাদের হিন্দি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়াকে ৯ নভেম্বর সারা দিন সম্প্রচার ও পুনঃসম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আমরা জানাচ্ছি, ওই নির্দেশ, তার সাংবিধানিক ভিত্তি ও যে সংশ্লিষ্ট আইনে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে, তার যাবতীয় ধারাকে মহামান্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রিট পিটিশন জমা দিয়েছে এনডিটিভি লিমিটেড ও অন্যরা।

সূত্রের খবর, যেদিন সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে, তার একদিন আগে, আগামীকাল বিষয়টি শীর্ষ আদালতে তুলতে পারেন  দেশের প্রথম সারির কোনও আইনজীবী।

প্রসঙ্গত, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে সরকারের আনা যাবতীয় অভিযোগ খন্ডন করে এনডিটিভি দাবি করেছে, তারা যে তথ্য সম্প্রচার করেছে, একই তথ্য অন্যান্য চ্যানেল, সংবাদপত্রেও দেখানো বা ছাপা হয়েছে।

দেশের সাংবাদিক মহলও এনডিটিভি হিন্দির ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে। সরকারি নিষেধাজ্ঞা সাতের দশকের জরুরি অবস্থার অন্ধকার স্মৃতি ফিরিয়ে আনছে বলেও জানিয়েছে সাংবাদিকদের নানা সংগঠন।