নয়াদিল্লি: আরও বিপজ্জনক চেহারা নিচ্ছে ডায়াবিটিস। ইন্টারন্যাশনাল ডায়াবিটিস ফেডারেশন জানাচ্ছে, ভারতে এই মুহূর্তে মধুমেহ রোগে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছুঁই ছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ রাজ্যসভায় জানিয়েছেন এ কথা। সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে ভারতের অবস্থান পৃথিবীর প্রথম তিনটি ডায়াবিটিস আক্রান্ত দেশের মধ্যে, যা স্বাস্থ্যক্ষেত্র মোটেই দেশের উজ্জ্বল ছবি তুলে ধরে না। ১৯৮০ থেকে ২০১৪-র মধ্যে মহিলাদের মধ্যে ডায়াবিটিস রোগীর সংখ্যা ৮০ শতাংশ বেড়েছে বলেও নাড্ডা জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ক্যানসার, ডায়াবিটিস, হৃদযন্ত্রের সমস্যা ও স্ট্রোকের মত অসুখ সামাল দেওয়ার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে দেশজুড়ে জেলা স্তর পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। দেখা হচ্ছে, জীবনচর্যায় পরিবর্তন এনে ও রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এ ধরনের অসুখে আক্রান্তের সংখ্যা কমানো যায় কিনা।