পুণে: নোট বাতিলের বিরোধিতা করা নিয়ে কংগ্রেসকে ফের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, অতীতেই যদি প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হত, তাহলে বেনামী সম্পত্তির ‘পাপ’ হত না এবং মানুষকে আজ লাইনেও দাঁড়াতে হত না।
পুণে মেট্রোর উদ্বোধন করার পরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘১৯৮৮ সালে সংসদে বেনামী সম্পত্তি আইন পাশ হয়। কিন্তু কোনওদিন এই আইন প্রণয়ন করা হয়নি। ফাইলের স্তুপে সেই বিল সংক্রান্ত কাগজপত্র হারিয়ে গিয়েছে। আমিই সেই ফাইল আবার খুলেছি। আগেই সেই আইন প্রণয়ন করা হলে বেনামী সম্পত্তির পাপ হত না। আমার কি এই অবস্থা যেমন আছে সেরকমই রেখে দেওয়া উচিত না কি বদল করা উচিত? অন্যায় প্রকাশ্যে আনা উচিত কি না? অনেক বছর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে মানুষকে আর লাইনে দাঁড় করাতে হত না আমাকে। আমি দেশকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
কালো টাকার মালিকদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কিছু লোক মনে করে সব সরকারই একরকম। ওরা ভেবেছিল, আমার সরকার আলাদা হবে না। ওদের মনে হয়েছিল, ব্যাঙ্কে কালো টাকা রেখে সেটা সাদা করে নেওয়া যাবে। টাকা সাদা হয়নি, তাদের মুখই কালো হয়ে গিয়েছে। এখনও আইনের সাহায্য নেওয়ার সময় আছে। ঠিক রাস্তায় এসে শান্তিতে ঘুমোন। না হলে আমি ঘুমোব না। দুর্নীতি, কালো টাকা, সন্ত্রাসবাদ, মাওবাদীদের বিরুদ্ধে আমি হৃদয় দিয়ে যুদ্ধ শুরু করেছি।’
প্রধানমন্ত্রীর দাবি, নোট বাতিল হওয়ার ফলে পুরসভাগুলির আয় ২০০ থেকে ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে। যারা আগে আইন ভাঙত, তারা এখন লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে। আজ দ্রুতগতিতে নগরায়ণ হচ্ছে, গ্রামবাসীদের শহরে মানুষের চলে যাওয়া ঠেকাতে গ্রামের জীবন যাপনের মানোন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর চাপ তৈরি হচ্ছে। সেটা হলেই গ্রামের মানুষের শহরে চলে যাওয়া বন্ধ হবে। রাজনৈতিক স্বার্থের কথা ভাবলে কোনওদিনই সমস্যার সমাধান হবে না। কেন্দ্রীয় সরকার শহরের পাশাপাশি গ্রামেরও উন্নতি করার পরিকল্পনা নিয়েছে। পরিকাঠামো উন্নতির চেষ্টা চলছে।
আগেই সিদ্ধান্ত নিলে আজকের দুর্ভোগ হত না, কংগ্রেসকে খোঁচা মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
24 Dec 2016 11:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -