বারাণসী: ভারতে ‘সংখ্যালঘু’ কারা, তার চলতি সংজ্ঞা খতিয়ে দেখা উচিত বলে অভিমত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। বেনারস বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, মুসলিমদের সংখ্যালঘু তকমা দেওয়া হয়, অথচ বর্তমানে এ দেশে মুসলিম জনসংখ্যা ২০ কোটির বেশি। ওদের সংখ্যালঘু বলা উচিত কিনা, সেটা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এও বলেন, যেখানে যেখানে ওরা সংখ্যায় বেশি, আবার যেখানে কম, সব জায়গাতেই ওদের ‘সংখ্যালঘু’ বলা হয়ে থাকে।
ইদানীং বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। ফের তাঁর এই মন্তব্যও ঘিরেও জলঘোলা হওয়ার সম্ভাবনা থাকছে।
উত্তরপ্রদেশের চলতি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, উচ্চাভিলাষ আর ক্ষমতার মধ্যে লড়াই চলছে। কেউই স্বাস্থ্যকর রাজনীতিতে আর আগ্রহী নয়, সেজন্যই ক্ষমতাসীন দলে এত সংঘাত। সাধারণ মানুষ পরিবারের কলহ দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁরা জনমুখী সরকার চান রাজ্যে।
ভারতে ‘সংখ্যালঘু’ কারা, সংজ্ঞা খতিয়ে দেখার দাবি গিরিরাজের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Oct 2016 05:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -