নয়াদিল্লি: কাশ্মীরী যুবকদের বোঝা উচিত, আজাদি কোনওদিন আসবে না। ভারতীয় সেনার সঙ্গে লড়াই করে কখনও জিততে পারবে না তারা। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বিপিন রাওয়াত এ কথা বললেন। কাশ্মীরের যুবসমাজকে বিপথে চালিত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সেনাপ্রধানের কথায়, যারা কাশ্মীরী তরুণদের হাতে অস্ত্র তুলে নিতে বলছে, তারা ভুল পথে চালিত করছে তাদের। তিনি যবুবসমাজকে বলতে চান, আজাদি কখনওই সম্ভব নয়, তাই অন্যের কথায় তাদের ভেসে যাওয়া অনুচিত। কাশ্মীরীদের প্রতি তাঁর প্রশ্ন, কেন অস্ত্র তুলে নিচ্ছ তোমরা? যারা আজাদি চায়, বিচ্ছিন্নতা চায়, তাদের বিরুদ্ধে ভারতীয় সেনা সব সময় লড়বে, বুঝে নাও, শেষ পর্যন্ত কিচ্ছু পাবে না তোমরা, আজাদি কখনওই সম্ভব নয়।
তাঁর কথায়, কাশ্মীর সমস্যার সমাধান সেনা দিয়ে সম্ভব নয়, রাজনৈতিক পন্থাই বাছতে হবে। নাগরিক মৃত্যু রুখতে সেনা অপারেশন বন্ধ করতে তাঁরা তৈরি। কিন্তু তারপর সেনার ওপর যে গুলি চলবে না, তা কে নিশ্চিত করবে। প্রশ্ন সেনাপ্রধানের।
সেনার বিরুদ্ধে নিষ্ঠুরতার যে অভিযোগ উঠেছে তাও খারিজ করে দিয়েছেন তিনি। বলেছেন, পাকিস্তান, সিরিয়া হলে এই পরিস্থিতিতে ট্যাঙ্ক চালিয়ে দিত, বিমানহানা করত। কিন্তু প্রচণ্ড উসকানির পরেও ভারতীয় সেনা নাগরিক মৃত্যু প্রাণপণে এড়াতে চেষ্টা করে। তাঁর কথায়, যুবসমাজ ক্ষুব্ধ ঠিকই কিন্তু তাদের বুঝতে হবে বাহিনীর ওপর হামলা চালানো, পাথর ছোঁড়া কোনও পন্থা নয়।
সেনাপ্রধানের সাফ কথা, সেনার সঙ্গে লড়ে জেতা সম্ভব নয়। এনকাউন্টারে কজন জঙ্গি মারা যাচ্ছে, তা নিয়েও মাথা ঘামান না তিনি। কারণ নতুন নতুন মুখ প্রতিদিন জঙ্গি দলে নাম লেখাচ্ছে, এই বৃত্ত এভাবেই ঘুরতে থাকবে।
একইসঙ্গে রাওয়াত বলেছেন, উপত্যকার এই মৃত্যু মিছিল সেনাকে সুখী করে না। কিন্তু যদি তোমরা আমাদের বিরুদ্ধে লড়তে চাও, তবে আমরাও লড়ব সর্বশক্তি দিয়ে।
কাশ্মীরী যুবকদের বলতে চাই, আজাদির স্বপ্ন দেখ না, সেনার সঙ্গে লড়ে পারবে না তোমরা, বললেন সেনাপ্রধান রাওয়াত
ABP Ananda, Web Desk
Updated at:
10 May 2018 12:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -