নয়াদিল্লি: আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার অভিন্ন প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলজিবিলিটি কাম এন্ট্রাস টেস্ট (নিট) নেওয়া হবে বাংলা সহ আটটি ভাষায়। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হিন্দি, ইংরেজি ছাড়াও বাংলা, অসমিয়া, গুজরাতি, মারাঠি, তামিল ও তেলুগুতে দেওয়া যাবে পরীক্ষা।
তবে বিভিন্ন ভাষায় পরীক্ষা হলেও, ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মেধা তালিকাকেই। অর্থাৎ, যদি কেউ বাংলায় প্রবেশিকা দেন, মেধার ভিত্তিতে দেশের যে কোনও কলেজেই তিনি ভর্তি হতে পারবেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আলাদা করে আর কোনও পরীক্ষা নিতে পারবে না রাজ্যগুলি।
গত মে মাসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিয়ে আলোচনা হয়। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে এই নয়া ব্যবস্থা।
মেডিক্যাল এডুকেশন বিভাগের যুগ্ম সচিব একে সিঙ্ঘল বলেছেন, ‘বিভিন্ন রাজ্যের নিজস্ব বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্র-ছাত্রীদের সমান সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতর একত্রে এই সিদ্ধান্ত নিয়েছে।’
মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাংলায়
Web Desk, ABP Ananda
Updated at:
21 Dec 2016 09:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -