বরাবাঁকি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে বিজেপি দেশের বিভিন্ন স্থানে 'তিরঙ্গা যাত্রা'র কর্মসূচী হাতে নিয়েছে। উত্তরপ্রদেশের বরাবাঁকিতেও আয়োজন করা হয় এই যাত্রার। এই উপলক্ষ্যে সাজানো হয়েছিল মঞ্চ। মঞ্চসজ্জায় ছিল পোস্টারও। আর এই পোস্টারে দেখা গেল পণ্ডিত জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীর ছবি।
পোস্টারে দেশের অনেক স্বাধীনতা সংগ্রামীর ছবি দেওয়া হয়। মহাত্মা গাঁধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং বি আর আম্বেডকরের ছবি বিজেপি ব্যবহার করে থাকে। কিন্তু পণ্ডিত নেহরু ও লাল বাদাদুর শাস্ত্রীর ছবি ঘিরেই কৌতুহল দানা বেঁধেছে। আর সবচেয়ে বড় কথা, পোস্টারে ছিল না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি।
কংগ্রেসের বরাবরের অভিযোগ, বিজেপির এমন কোনও নেতা নেই, যিনি স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস নেতাদের সমতুল। উল্লেখ্য, গত ১৫ আগস্ট লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর নাম উল্লেখ করেছিলেন।
বিজেপির তিরঙ্গা যাত্রায় নেহরু, লাল বাহাদুর শাস্ত্রীর ছবি
ABP Ananda, web desk
Updated at:
19 Aug 2016 07:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -