জয়পুর: ২৩ বছর বয়সি নেপালি মহিলাকে গণধর্ষণ। রবিবার পুলিশ এ ঘটনার কথা জানিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার গভীর রাতে লোকেশ সাইনি (১৯) ও কমল সাইনি (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরের এসিপি কে কে অবস্থি। শুক্রবার ও শনিবারের মাঝের রাতে মহিলাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন মুহানা থানার এসএইচও দেবেন্দ্র কুমার। অভিযোগনামা অনুসারে, মহিলার ওপর এমন পাশবিক অত্যাচার চলে যে রেহাই পেতে তিনি মুহানার একটি অ্যাপার্টমেন্টের তিন তলা থেকে নগ্ন অবস্থায় ঝাঁপ দেন। জখম হন। বর্তমানে স্থানীয় হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়েছে, তদন্ত চলছে বলে জানিয়েছেন এসএইচও।
গণধর্ষণ, অ্যাপার্টমেন্টের তিন তলা থেকে ঝাঁপ নগ্ন মহিলার, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2018 05:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -