নয়াদিল্লি: বাবার গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বললেন পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরম। গতকাল আইএনএক্স মিডিয়া মামলায় দিনভর টানটান নাটকের পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে রাতে সিবিআই গ্রেফতার করার কয়েক ঘন্টা বাদে বৃহস্পতিবার সকালে রাজধানী পৌঁছন কার্তি। তাঁর দাবি, আইএনএক্স মিডিয়ার কর্ণধার পিটার মুখার্জি বা তাঁর স্ত্রী ইন্দ্রানী মুখার্জি, কারও সঙ্গেই তাঁর কোনও সম্পর্ক নেই। দিল্লি বিমানবন্দরে কার্তি বলেন, শুধু আমার বাবাকে নয়, গোটা কংগ্রেস পার্টিকেই নিশানা করা হয়েছে। যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে যাব।
বহু চেষ্টা সত্ত্বেও সিবিআই তাঁদের বিরুদ্ধে কোনও মামলা দাঁড় করাতে পারেনি বলে দাবি করেন কার্তি। তিনি বলেন, এজেন্সিগুলি কী পদ্ধতি ব্যবহার করে, সেটা তাঁর জানা আছে। সিবিআই কাউকে দু ঘন্টার নোটিস দিয়েছে বলেও তিনি শোনেননি। কার্তি বলেন, প্রথমত আমাদের টার্গেট করা হয়েছে। আমার বাবার কারও সামনে হাজির হওয়ার আইনি দায়বদ্ধতা নেই। বাবা এই সরকারের কট্টর, সরব, নির্মম সমালোচক। এই মামলার কোনও আইনি ভিত্তিই নেই, সবটাই সাজানো। তিনি আরও বলেন, আমায় ২০ বার তলব করা হয়েছে, চারবার অভিযান হয়েছে আমার বিরুদ্ধে। এতবার কারও বিরুদ্ধে অভিযান হয়নি, কিন্তু এখনও মামলা দাঁড় করাতে পারেনি। যতবারই ডাক পেয়েছি, এক সপ্তাহের নোটিস পাঠানো হয়েছে।
ইন্দ্রানী ও পিটার মুখার্জির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে কার্তি বলেন, কখনও পিটার মুখার্জির সঙ্গে দেখা করিনি, ইন্দ্রানী মুখার্জির সঙ্গেও নয়। মাত্র একবার দেখা হয়েছিল বাইকুল্লা জেলে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময়। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডেও কারও সঙ্গে কখনও দেখা করিনি, এফআইপিবি-র প্রক্রিয়াই জানি না।
চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালে আইএনএক্স মিডিয়াতে ৩০৫ কোটি টাকার ছাড়পত্র দেওয়ায় দুর্নীতির অভিযোগের ব্যাপারে। সিবিআইয়ের দাবি, পিটার ও ইন্দ্রানীর কোম্পানি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তির সঙ্গে যুক্ত একটি ফার্মকে পয়সা দিয়েছিল। চিদম্বরম অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, পয়সা দেওয়া হয়েছিল পরামর্শ দেওয়ার জন্য, ছেলের সঙ্গে যোগই নেই ওই সংস্থার।
প্রসঙ্গত, পিটার ও ইন্দ্রানী, দুজনেই বর্তমানে জেলে আছেন তাঁদের মেয়ে শিনা বোরার হত্যাকাণ্ডের ব্যাপারে।
‘রাজনৈতিক প্রতিহিংসা’! চিদম্বরমের গ্রেফতারি নিয়ে পাল্টা কার্তি, পিটার বা ইন্দ্রানীর সঙ্গে কখনও দেখা করিনি, দাবি
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2019 12:16 PM (IST)
দিল্লি বিমানবন্দরে কার্তি বলেন, শুধু আমার বাবাকে নয়, গোটা কংগ্রেস পার্টিকেই নিশানা করা হয়েছে। যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে যাব।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -