নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ অঞ্চলে বচসার জেরে কঙ্গোর এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল মবিন আজাদ সৈফি নামে এক যুবককে। মুকেশ ও প্রকাশ নামে এই ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই যুবক পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। অটোরিকশায় ওঠা নিয়ে মাসোন্দা কেতান্দা অলিভিয়া নামে ওই যুবকের সঙ্গে তিন যুবকের কথা কাটাকাটি শুরু হয়। এরপরেই অলিভিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে তারা। অলিভিয়া ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই যুবকরা ২০-২৫ মিটার পিছু তাড়া করে তাঁকে ধরে ফেলে। এরপর তারা পাথর দিয়ে অলিভিয়াকে আঘাত করে। কিছুক্ষণ পরে স্থানীয় যুবকরা তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন, হাসপাতালে নিয়ে যান। সেখানে অলিভিয়ার মৃত্যু হয়।
দক্ষিণ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার নুপূর প্রসাদ বলেছেন, অলিভিয়েরা বসন্তকুঞ্জের কিষাণগড় অঞ্চলে তাঁর এক স্বদেশীয় বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। ফেরার সময় তিনি অটোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় তাঁর বন্ধু একটি দোকানে সিগারেট কিনতে যান। ঠিক তখনই ওই তিন যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অলিভিয়েরার বন্ধু ও স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায়।
অলিভিয়া দিল্লির একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশি ভাষা শিখতেন। দিল্লি পুলিশের পক্ষ থেকে কঙ্গো দূতাবাসে খবর দেওয়া হয়েছে।
দিল্লিতে কঙ্গোর যুবককে পিটিয়ে হত্যা, ধৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 May 2016 08:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -