ভুবনেশ্বর: বিয়ে হয়েছিল ৯ নভেম্বর। নোট বাতিলের ঘোষণার একদিন পর। কথা ছিল ওড়িশার গঞ্জাম জেলার  রাণীগঞ্জ গ্রামের এক তরুণীর বাবা বরপক্ষকে ১.৭০ লক্ষ টাকা পণ দেবেন। কিন্তু বিয়ের দিন পুরানো নোটে পণের টাকা দিতে গেলে তা নিতে অস্বীকার করে বরপক্ষ। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন নোটে পণের টাকা দেওয়ার দাবি জানায় । সেই প্রতিশ্রুতি পাওয়ার পর ওই গ্রামেরই লক্ষ্মী নায়েকের সঙ্গে বিয়ে হয়  ওই তরুণীর। কিন্তু নতুন নোটে নির্দিষ্ট সময়ের মধ্যে পণের টাকা দিতে পারেননি তরুণীর বাবা। সেইজন্য ওই নববিবাহিতা তরুণীকে শ্বশুর বাড়ির লোকজন খুন করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।
ওই তরুণীর বাবা-মার দাবি, তাকে গত রবিবার খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। মা কানু মন্ডল বলেছেন, আমরা নতুন নোটে পণের টাকা দিতে পারিনি। সেজন্যই মেয়ের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন ওকে খুন করেছে। আমি ওদের শাস্তি চাই।
গোলানথারা থানার পুলিশের ইন্সপেক্টর অলোক জেনা বলেছেন, পণের জন্য খুনের একটি মামলা রুজু করা হয়েছে।