নয়াদিল্লি: 'কোভিড আক্রান্তদের জন্য নেই পর্যাপ্ত বেড!' দিল্লি সরকার ও দিল্লি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে অভিযোগ জানাল জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি।

দিল্লিতে ক্রমশই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বার বার উঠে আসছে কোভিড হাসপাতালে বেডের অপ্রতুলতার কথাও। করোনায় মৃত ব্যক্তিদের শেষকৃত্য নিয়েও সমস্যা হচ্ছে দিল্লির বিভিন্ন জায়গায়। এমনকি কোভিড টেস্ট করাতে গিয়েও অনেক রোগীকে শুনতে হচ্ছে, 'নেই পর্যাপ্ত কিট'! অব্যবস্থার এই ছবি গোটা দিল্লি জুড়েই।  'হু' এর তরফে যে স্বাস্থবিধি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী এই পরিস্থিতি অতন্ত্য ভয়াবহ, এই মর্মে দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্ত প্রধান অজয় মাকেন মানবাধিকার কমিশনে অভিযোগ জানান। দিল্লি সরকার ও দিল্লি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককের কাছে ১০ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন।

অন্যদিকে দিল্লি সরকার চেষ্টা করছে ভবিষ্যতে দিল্লিতে কোভিড হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে। ব্যবস্থা করা হচ্ছে টেস্ট কিটেরও। সেই সঙ্গে দিল্লিতে নতুন করে চিন্তা বাড়াচ্ছে প্রায় রোজ স্বাস্থ্য কর্মীদের কোভিড আক্রান্ত হওয়ার ঘটনাও।