গত জুনে সালাউদ্দিনকে বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে মার্কিন বিদেশ দপ্তর।
জম্মু ও কাশ্মীরে আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্র গতকাল বিশেষ প্রতিনিধি নিয়োগের কথা জানানোর পরদিনই পাকড়াও করা হল সালাহউদ্দিন পুত্রকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল জাতীয় তদন্ত সংস্থা। তিনি এলে তাঁকে গ্রেফতার করা হয়।
কাশ্মীরে হিংসা, সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া সংক্রান্ত ২০১১ সালে এনআইএ-র রুজু করা মামলায় ইউসুফ গ্রেফতার হলেন বলে জানান জনৈক সরকারি কর্তা। ইউসুফ জম্মু ও কাশ্মীর সরকারের কৃষি দফতরের কর্মী।
সেই মামলার তদন্তে প্রকাশ পায়, সিরিয়ায় বসে থাকা গুলাম মহম্মদ ভাট নামে এক অভিযুক্ত সালাউদ্দিনের কথামতো ইউসুফকে টাকা পাঠিয়েছিলেন। সরকারি অফিসারটি বলেন, ২০১১ থেকে ২০১৪-র মধ্যে পাঠানো ওই অর্থ কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করা হয়েছে।
নয়াদিল্লির এক আদালতে ওই মামলার বিচার চলছে, তার মধ্যেই নতুন করে সম্প্রতি তদন্তে নেমেছে এনআইএ।
মামলার সূত্রে চারজন আগেই গ্রেফতার হয়েছে। এরা হল গুলাম মহম্মদ ভাট, মহম্মদ সিদিক ঘানাইয়ান, গুলাম জিলানি লিলু ও ফারুক আহমেদ দাগ্গা। মহম্মদ মকবুল পন্ডিত ও এইজাজ আহমেদ ভাট নামে দুজন পলাতক।
প্রসঙ্গত, একাধিক মামলা রুজু করে হাওলা লেনদেন সহ নানা উপায়ে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে বেআইনি আর্থিক মদত দেওয়ার অভিযোগের তদন্ত চালাচ্ছে এনআইএ। তদন্তের অঙ্গ হিসাবে কাশ্মীর উপত্যকায় একাধিক স্থানে তল্লাশিও হয়েছে।