কোয়েম্বাত্তুর: সোশ্যাল মিডিয়ায় আইএসআইএ-র সমর্থনে পোস্ট করার অভিযোগে কোয়েম্বাত্তুরের দুই যুবকের বাড়িতে তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ওই দুই যুবককে জেরাও করা হচ্ছে। তাদের বাড়ির বাইরে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে বলেও এনআইএ সূত্রে জানানো হয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকদের নাম এস আবদুল্লা (২৭) ও আবদুল রহমান (২৫)। দ্বাদশ শ্রেণি পাশ করা আবদুল্লা একটি মোবাইল ফোনের দোকানে কাজ করে। আবদুল স্নাতকোত্তর পাশ করেছে। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ট্যুইটারে আইএসআইএস-এর সমর্থনে পোস্ট করেছে এবং মেসেজ পাঠিয়েছে বলে অভিযোগ। আদালত থেকে তল্লাশির পরোয়ানা নিয়ে এই দুই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনআইএ। তদন্তকারীরা আবদুল্লা ও আবদুলের বৈদ্যুতিন যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছেন। তারা আইএসআইএস-এর সমব্যথী বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। সেই কারণেই তদন্ত শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আইএস-এর সমর্থনে পোস্ট, কোয়েম্বাত্তুরে দুই যুবকের বাড়িতে তল্লাশি, জেরা এনআইএ-র
Web Desk, ABP Ananda
Updated at:
03 Aug 2017 11:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -