শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার দুপারে ব্যবসা, বাণিজ্য, পণ্য আদানপ্রদানের ব্যাপারে পুলওয়ামা, শ্রীনগরের সাত জায়গায় মঙ্গলবার তল্লাসি চালাল জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ)। মঙ্গলবার সকালে তল্লাসি হয় কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। সীমান্তের এপার, ওপারে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি জম্মু ও কাশ্মীরে অশান্তি ছড়াতে নাশকতামূলক কাজকর্মের জন্য টাকা পাচার করে বলে অভিযোগ নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলির। এই প্রেক্ষাপটেই আজ সাতটি স্থানে হানা দেয় এনআইএ-র লোকজন। পুলওয়ামায় নিয়ন্ত্রণরেখার দুপারের বাণিজ্য লেনদেনকারী বণিক সংগঠনের সভাপতি তনবীর ওয়ানির ডেরাতেও যায় তারাস সেখানে তল্লাসি চলে। তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য তল্লাসিতে এনআইএ-র টিম ছাড়াও ছিল স্থানীয় পুলিশ, আধাসামরিক বাহিনী।
আগেই বিবৃতি দিয়ে এনআইএ জানিয়েছিল, তাদের কাছে পাকা খবর আছে যে, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ক্যালিফোর্নিয়া কাঠবাদাম আমদানির ব্যবসার মাধ্যমে পাকিস্তান থেকে ভারতে বিরাট অঙ্কের টাকা হস্তান্তর হচ্ছে। তারা বলেছিল, এই লেনদেন পরিকাঠামোর মাধ্যমে ‘তৃতীয় পক্ষ থেকে আসা পণ্যে’র কারবারে নিষেধাজ্ঞার সরকারি নীতি লঙ্ঘন করে এটা চলছে। তাদের হাতে আসা তথ্যে এও প্রকাশ যে, এই তহবিল জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদকে শক্তিশালী করায় কাজে লাগানো হচ্ছে।