নয়াদিল্লি: কানপুর, কুনেরুর সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার পিছনে সত্যিই অন্তর্ঘাত ছিল কিনা, খতিয়ে দেখার ভার এনআইএ-র হাতে দিল কেন্দ্র। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশের পরিপ্রেক্ষিতে তদন্তভার তুলে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। কুনেরুর কাছে বিজয়নগরমে জগদলপুর-ভুবনেশ্বর হীরাখন্ড এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তর্ঘাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। গত শনিবারের মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন মারা যান। সত্যিই এর পিছনে সন্ত্রাসবাদী হাত ছিল কিনা, তা দেখতে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল সরেজমিনে পরীক্ষা করেছে এনআইএ টিম।
পাশাপাশি গত ২০ নভেম্বর কানপুরে ইন্দোর-পটনা ট্রেন লাইনচ্যুত হওয়ার পিছনেও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। কানপুরে দুর্ঘটনার বলি হয়েছিলেন প্রায় ১৫০ যাত্রী। বিহার পুলিশ ওই দুর্ঘটনার ব্যাপারে যে তিনজনকে গ্রেফতার করে, তারাও দাবি করে, পিছনে আইএসআই রয়েছে। মোতি পাসোয়ান, উমা শঙ্কর, মুকেশ যাদব নামে তিনজনের দাবি, তাদের গত ১ অক্টোবর ঘোরাসাহান স্টেশনে নাশকতা ঘটাতে বিস্ফোরক রেখে দেওয়ার জন্য ৩ লাখ টাকা দেওয়া হয়। তারা আইএসআইয়ের হয়ে কাজ করে বলে স্বীকার করে। যদিও এনআইএ আইএসআইয়ের হাত থাকার দাবির সমর্থনে কোনও তথ্যপ্রমাণ পায়নি।
কুনেরুর রেল দুর্ঘটনায় অন্তর্ঘাত? খতিয়ে দেখছে এনআইএ
web desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 10:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -