নয়াদিল্লি: কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস (এআইডিসি) প্রকল্পের আওতায় বেশ কিছু পণ্যের ওপর সেস বসানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই প্রেক্ষিতে সব ধরনের অ্যালকোহল-জাত পানীয়র ওপর ১০০ শতাংশ কৃষি সেস বসানো হবে বলে জানান তিনি।


যদিও, এইসঙ্গে তিনি জানান, এই সেস বসানোর আগে খেয়াল রাখা হয়েছে, বেশিরভাগ পণ্যকে এই তালিকা থেকে বাদ রাখতে, যাতে ক্রেতাদের ওপর অতিরিক্ত বোঝা যেন না চেপে বসে।


অ্যালকোহলজাত পণ্যের পাশাপাশি ১০০ শতাংশ সেস বসানো হয়েছে সাইডার, পেরি, মিড, সেক সহ যাবতীয় গ্যাঁজানো পানীয়, সম-প্রকার পানীয়র মিশ্রণ ও নন-অ্যালকোহলিক পানীয়র ওপরও।


সীতারমণ বলেন, বেশিরভাগ পণ্য কিনতে যাতে গ্রাহককে অতিরিক্ত চাপের সম্মুখীন না হতে হয়, সে কারণে মূল শুল্কের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এই সেস থেকে প্রাপ্ত অর্থ কৃষি পরিকাঠামো সম্প্রসারণ ও অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করা হবে।


বাজেটে পেট্রোল ও ডিজেলের ওপর কৃষি সেস বসানোর কথা ঘোষণা করেছেন সীতারমণ। পেট্রোলে আড়াই টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৪ টাকা প্রতি লিটার কৃষি সেস বসানোর প্রস্তাব রেখেছেন।


জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকেই নতুন সেস কার্যকর হবে।


এক নজরে দেখে নেওয়া যাক, কোন পণ্যের ওপর কত সেস চাপানো হল--


সোনা, রুপো - ২.৫ শতাংশ
অ্যালকোহলজাত পানীয় - ১০০ শতাংশ
পাম তেল - ১৭.৫ শতাংশ
সোয়াবিন ও সূর্যমুখী তেল - ২০ শতাংশ
আপেল - ৩৫ শতাংশ
কয়লা, লিগনাইট ও পিট - ১.৫ শতাংশ
ইউরিয়া সহ বেশি কিছু সার - ৫ শতাংশ
কড়াইশুঁটি - ৪০ শতাংশ
কাবুলি ছোলা - ৩০ শতাংশ
ছোলা - ৫০ শতাংশ
মুসুর ডাল - ২০ শতাংশ
তুলো - ৫ শতাংশ