নয়াদিল্লি: নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়া চারজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে ফের জটিলতা। ফাঁসির সাজা পাওয়া পবন কুমার গুপ্তার দাবি, অপরাধের সময় সে নাবালক। তাই তার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত নয়। এর আগে দিল্লি হাইকোর্টেও একই আবেদন জানিয়েছিল পবন। কিন্তু তার আবেদন খারিজ হয়ে যায়। বিচারপতিরা জানান, তার আইনজীবী জাল নথি জমা দিয়েছেন। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সে। তার দাবি, স্কুল সার্টিফিকেট অনুযায়ী জন্মতারিখ ১৯৮৬ সালের ৮ অক্টোবর। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতী, অশোক ভূষণ ও এ এস বোপান্নার বেঞ্চে এই আবেদনের শুনানি হবে।


নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়া ৬ জনের মধ্যে মধ্যে একজন নাবালাক হওয়ায় আগেই ছাড়া পেয়ে গিয়েছে। তিহাড় জেলে আত্মহত্যা করেছে রাম  সিংহ। পবন, বিনয় শর্মা, মুকেশ কুমার ও অক্ষয় কুমার সিংহর ফাঁসির সাজা কার্যকর হওয়ার কথা ১ ফেব্রুয়ারি। মুকেশের ক্ষমাপ্রার্থনার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাকি তিনজন রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করেনি। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিনয় ও মুকেশের দায়ের করা কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অক্ষয় ও পবন এখনও কিউরেটিভ পিটিশন দায়ের করেনি।