নয়াদিল্লি: ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ওয়ালমার্ট ভারতের ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার কিনে নেওয়ায় ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে আশাবাদী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তিনি বলেছেন, ভারতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নিয়ম অনুসারেই ওয়ালমার্ট-ফ্লিপকার্ট চুক্তি হয়েছে। ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসার উপর এই চুক্তির ইতিবাচক প্রভাব পড়বে।

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ওয়ালমার্ট-ফ্লিপকার্ট চুক্তিকে স্বাগত জানালেও, আরএসএস-এর সহযোগী সংস্থা স্বদেশী জাগরণ মঞ্চ অবশ্য এই চুক্তির বিরোধিতা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক অশ্বিনী মহাজন দাবি করেছেন, ‘ওয়ালমার্ট প্রতারণার মাধ্যমে নিয়ম লঙ্ঘন করে পিছনের দরজা দিয়ে ভারতে প্রবেশ করছে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষতি হবে। ছোট দোকানগুলি বন্ধ হয়ে যাবে। কর্মসংস্থান সৃষ্টির সুযোগও কমে যাবে। বেশিরভাগ ক্ষুদ্র ব্যবসায়িক সংস্থাই অস্তিত্বের জন্য লড়াই করছে। ওয়ালমার্ট প্রবেশ করলে এই সংস্থাগুলির সমস্যা বাড়বে। জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিত।’

ফ্লিপকার্টের সঙ্গে চুক্তির পর প্রধানমন্ত্রী বা কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেননি ওয়ালমার্টের চিফ এগজিকিউটিভ ডুগ ম্যাকমিলন। তিনি অবশ্য এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, অতীতে ভারতের সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন এবং ভবিষ্যতেও তাঁদের সঙ্গে বৈঠক করবেন।