নয়াদিল্লি: আগামী ১৫ বছরে দেশের প্রত্যেক নাগরিকের কাছে এমন বাড়ি থাকবে যেখানে পাকা শৌচাগার, দুচাকা বা চার চাকা যান, বিদ্যুৎ, এয়ার কন্ডিশনার ও ইন্টারনেট সংযোগ থাকবে। এমনই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নীতি আয়োগ।
রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ‘ভিশন ২০৩১-৩২’ পেশ করেন ভাইস-চেয়ারম্যান অরবিন্দ পানগারিয়া। তিনি বলেন, ভারতকে উন্নতিশীল, সুস্থ, নিরাপদ, দুর্নীতিমুক্ত, শক্তিকে ভরপুর, পরিবেশগত স্বচ্ছ এবং বিশ্বে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
এর জন্য একটি নীল-নকশা পেশ করেন অরবিন্দ। সেখানে বলা হয়েছে, দেশের সবকটি পরিবহণ ব্যবস্থার প্রভূত উন্নতি ও আধুনিককরণ হবে। সড়ক, রেল, জল ও আকাশ পরিবহণ ব্যবস্থার যেমন পরিধি বৃদ্ধি হবে, তেমনই তা প্রযুক্তিগত উন্নত হবে। আয়োগের দাবি, দেশের বায়ু ও জলের গুনমানও অনেকটাই বাড়বে।
এর পাশাপাশি, ‘ভিশন ২০৩১-৩২’ তে বলা হয়েছে, আগামী ১৫ বছরে দেশের পার ক্যাপিটা ইনকাম (মাথা পিছু গড় আয়) বর্তমানের থেকে তিনগুণ হবে। নীতির পেশ করা নথি অনুমান, বর্তমানে (২০১৫-১৬ অর্থবর্ষের নিরিখে) যে ব্যক্তি ১.০৬ লক্ষ টাকা আয় করেন, ২০৩১-৩২ সালে তাঁর আয় হবে ৩.১৪ লক্ষ টাকা।
এছাড়া, মোট অভ্যন্তরীণ সম্পত্তি (জিডিপি) বা বলা ভাল দেশের অর্থনীতি বর্তমানে (২০১৫-১৬ অর্থবর্ষের নিরিখে) ১৩৭ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৪৬৯ লক্ষ কোটি টাকা। বাড়বে কেন্দ্রীয় ও রাজ্যের ব্যয়ও। আয়োগের অনুমান, বর্তমান ৩৮ লক্ষ কোটি টাকা থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৩০ লক্ষ কোটি।