নয়াদিল্লি: সাধারণ নোট গোনার মেশিন নয়, বাতিল নোটগুলি যাচাই করতে ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক যন্ত্র। এমনটাই দাবি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।


এদিন আরবিআই-এর তরফে জানানো হয়, বাতিল হওয়া পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটগুলি যাচাই করতে ব্যবহার করা হয়েছিল কারেন্সি ভেরিফিকেশন অ্যান্ড প্রসেসিং (সিভিপি) মেশিন। শীর্ষ ব্যাঙ্কের মতে, এই অত্যাধুনিক মেশিন দিয়ে নোটের নম্বর যাচাই করা সম্ভব। একইসঙ্গে, নোটগুলি আসল না নকল—তাও পরীক্ষা করা যায়।


আরবিআই জানিয়েছে, সাধারণ নোট গোনার মেশিনগুলি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির বিভিন্ন শাখায় ব্যবহৃত হয়ে থাকে। এতে অল্প পরিমাণের নোট গোনা সম্ভব হয়। অন্যদিকে, সিভিপি সাধারণ নোট গুনতি মেশিনের তুলনায় অনেকটাই উন্নত।


প্রসঙ্গত, তথ্য জানার অধিকার আইনে করা একটি প্রশ্নে এদিন সকালে আরবিআই জানায়, বাতিল নোট গোনার ক্ষেত্রে কোনও নোট গোনার মেশিন ব্যবহার করা হয়নি। এটুকু বলায়, শুরু হয় বিতর্ক। পরে, সন্ধ্যেবেলা সকালের মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে সিপিভি-র কথা জানায় শীর্ষ ব্যাঙ্ক।