নয়াদিল্লি: দেশে জনসংখ্যা ১০০ কোটি ছাপিয়ে গিয়েছে। কিন্তু প্রতি দুজনের মধ্যে একজন বয়স্ক মানুষ ঘোরতর একাকীত্বে ভুগছেন। ‘চেঞ্জিং নিডস অ্যান্ড রাইটস অফ ওল্ডার পিপল ইন ইন্ডিয়া’ নামে একটি গবেষণা এ কথা বলেছে।

১৫,০০০ বয়স্ক মানুষের মধ্যে সমীক্ষা চালান গবেষকরা। তাঁরা জানাচ্ছেন, ৪৭.৪৯ শতাংশ মানুষ একাকীত্বে ভুগছেন। শহর এলাকায় এই পরিস্থিতি আরও উদ্বেগজনক কারণ ৫,০০০ জনের মধ্যে ৩,২০৫ জনই একাকীত্বের শিকার।

ওই সমীক্ষা বলছে, শহর এলাকায় ৬৪.১ শতাংশ বয়স্ক নাগরিক একা। গ্রামে সংখ্যাটা কিছুটা কম- ৩৯.১৯ শতাংশ।

কিন্তু কেন এভাবে বয়স্ক মানুষরা বৃদ্ধাবস্থায় একা হয়ে যাচ্ছেন?

সমীক্ষা বলছে, বেশিরভাগ বয়স্ক নাগরিকই থাকেন একা বা স্ত্রী বা স্বামীর সঙ্গে। যাঁরা ছেলেমেয়ের সঙ্গে থাকেন, তাঁদের সঙ্গেও পরিবারের অন্যান্যদের কথাবার্তা কম। এছাড়া অস্বাস্থ্য ও সামাজিকভাবে মেলামেশা কমে যাওয়াও নির্বান্ধব হয়ে পড়ার অন্যতম কারণ বলে জানা গিয়েছে।

এছাড়াও গবেষণাটি বলছে, প্রতি পাঁচজনের একজন বয়স্ক মানুষের সাইকোলজিক্যাল কাউন্সেলিং জরুরি। ১৫,০০০ জনের মধ্যে ২,৯৫৫ জন স্বীকার করে নিয়েছেন, তাঁরা কাউন্সেলিং করিয়েছেন বা বন্ধুবান্ধব, আত্মীয়দের কাছে পরামর্শ চেয়েছেন এ ব্যাপারে। এ ক্ষেত্রেও শহর অনেক এগিয়ে গ্রামের থেকে।

২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার ৩০০ জেলা নিয়ে এই সমীক্ষা চলেছে।