নয়াদিল্লি: পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের অকৃতকার্য ঘোষণা করে ফেল করিয়ে দেওয়া উচিত নয়। পরীক্ষা শুরু হওয়া উচিত ষষ্ঠ শ্রেণি থেকে। দেশে নতুন শিক্ষানীতি তৈরির উদ্দেশে গঠিত সুব্রমণিয়ান কমিটি এই সুপারিশ করল। ছাত্রছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের জন্য উঁচুমানের বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এ দেশে শাখা খুলতে অনুমতি দেওয়ার সুপারিশও করেছে তারা।

২০০ পাতার ওই রিপোর্টে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছে সুব্রমণিয়ান প্যানেল। এর মধ্যে যেমন রয়েছে ছাত্রছাত্রীদের বিশেষ কিছু সমস্যা মেটাতে আলাদা করে সংশোধনমূলক ক্লাস নেওয়ানোর প্রস্তাব, তেমনই বলা হয়েছে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করার চাপের মুখে না ফেলতে। শিক্ষার অধিকার আইনে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা না নেওয়ার কথা বলা হলেও তা কমিয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত করার জন্য এই প্যানেল প্রস্তাব দিয়েছে। যদি কোনও পড়ুয়া প্রথমবারে পাশ করতে না পারে, তবে তাকে আরও দু’বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ারও প্রস্তাব করা হয়েছে।

প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং ক্লাসের প্রয়োজনীয়তার কথা এই প্যানেলে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে বলে খবর। শিক্ষার উন্নতিতে শিক্ষাগত পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ করে জোর দেওয়া হয়েছে।

শিক্ষাসংক্রান্ত প্রশাসনিক কাজকর্মের উন্নতিতে এডুকেশন ক্যাডার সার্ভিস চালু করার প্রস্তাব রেখেছে এই প্যানেল।