নয়াদিল্লি: রবিবার থেকে দিল্লিতে পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে ডিজেলচালিত ট্যাক্সি। সুপ্রিম কোর্টের নির্দেশেই বন্ধ থাকছে ডিজেল ট্যাক্সি। দূষণরোধ করার লক্ষ্যেই শীর্ষ আদালতের এই নির্দেশ।
দিল্লি পুলিশ ভিভিআইপিদের নিরাপত্তার স্বার্থে ১৯৭টি ভারী গাড়ি কেনার আবেদন জানিয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। তবে পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে গাড়িগুলির দামের ৩০ শতাংশ অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি ১৩ নম্বরে আছে। সেই কারণেই ২০০০ সিসি বা তার বেশি শক্তির ইঞ্জিনবিশিষ্ট ডিজেল ট্যাক্সির উপর ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়। আজ পাকাপাকিভাবে আদালত এই ধরনের ট্যাক্সি নিষিদ্ধ করল।
ইঞ্জিন ডিজেল থেকে সিনএনজি-তে বদলে নেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল ট্যাক্সিচালকদের সংগঠন। কিন্তু বিচারপতি টি এস ঠাকুর, এ কে সিকরি ও আর বনুমতীর বেঞ্চ ট্যাক্সিচালকদের বাড়তি সময় দিতে রাজি হয়নি। ৯ মে এই মামলার পরবর্তী শুনানি।
রবিবার থেকে দিল্লিতে বন্ধ ডিজেলচালিত ট্যাক্সি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2016 02:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -