নয়াদিল্লি: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার আগ্রার নাম বদলে অগ্রবন করার পরিকল্পনা করলেও, এই শহরের পুরনো নামের বিষয়ে কোনও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি বলেই দাবি করলেন জেলাশাসক এন জি রবি কুমার। ডক্টর বি আর অম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক সুগম আনন্দও জানিয়েছেন, আগ্রার নাম অতীতে কবে অগ্রবন ছিল, সে বিষয়ে কোনও ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। ফলে যোগী সরকারের এই পদক্ষেপ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
কয়েকদিন আগেই আগ্রার নাম বদলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর পোর্টালে আবেদন করেন স্থানীয় এক ব্যক্তি। এরপরেই অতীতে আগ্রার অন্য কোনও নাম ছিল কি না, সেটা খতিয়ে দেখার জন্য শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক আনন্দকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সাহায্য করার জন্য স্থানীয় লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক আনন্দ। তবে এখনও পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না, আগ্রার নাম অতীতে অগ্রবন ছিল।
ইতিহাসবিদদের মতে, আকবরের শাসনকালে আগ্রার নাম বদলে আকবরাবাদ করা হয়েছিল। তবে আকবরের মৃত্যুর পর ফের নাম বদলে করা হয় আগ্রা। ইতিহাসবিদ তরুণ শর্মা জানিয়েছেন, ১৫০৪ সালে সিকন্দর লোধি নৌকা নিয়ে দিল্লি আসেন। তার আগে থাকতেই আগ্রা নামটি চালু ছিল। ইতিহাসে তার প্রমাণও রয়েছে। লোধি এই শহরের নাম বদল করেননি। পুরাণে অবশ্য বলা হয়েছে, ব্রজ অঞ্চলে যে ২৪টি অরণ্য ছিল, তার একটির নাম অগ্রবন। তবে এর স্বপক্ষে কোনও ঐতিহাসিক প্রমাণ নেই।
আগ্রার নাম বদলে অগ্রবন করার পরিকল্পনা যোগী সরকারের, কোনও ঐতিহাসিক প্রমাণ নেই, দাবি জেলাশাসকের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2019 06:57 PM (IST)
কয়েকদিন আগেই আগ্রার নাম বদলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর পোর্টালে আবেদন করেন স্থানীয় এক ব্যক্তি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -