কয়েকদিন আগেই আগ্রার নাম বদলের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর পোর্টালে আবেদন করেন স্থানীয় এক ব্যক্তি। এরপরেই অতীতে আগ্রার অন্য কোনও নাম ছিল কি না, সেটা খতিয়ে দেখার জন্য শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক আনন্দকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে সাহায্য করার জন্য স্থানীয় লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক আনন্দ। তবে এখনও পর্যন্ত কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না, আগ্রার নাম অতীতে অগ্রবন ছিল।
ইতিহাসবিদদের মতে, আকবরের শাসনকালে আগ্রার নাম বদলে আকবরাবাদ করা হয়েছিল। তবে আকবরের মৃত্যুর পর ফের নাম বদলে করা হয় আগ্রা। ইতিহাসবিদ তরুণ শর্মা জানিয়েছেন, ১৫০৪ সালে সিকন্দর লোধি নৌকা নিয়ে দিল্লি আসেন। তার আগে থাকতেই আগ্রা নামটি চালু ছিল। ইতিহাসে তার প্রমাণও রয়েছে। লোধি এই শহরের নাম বদল করেননি। পুরাণে অবশ্য বলা হয়েছে, ব্রজ অঞ্চলে যে ২৪টি অরণ্য ছিল, তার একটির নাম অগ্রবন। তবে এর স্বপক্ষে কোনও ঐতিহাসিক প্রমাণ নেই।