নয়াদিল্লি: ৫০০- ১০০০ টাকার নোট বাতিলের পর এবার কি ছোট অঙ্কের নোটের দিকে নজর সরকারের? এ নিয়ে নানা মহলে জল্পনা, আশঙ্কা থাকলেও সব ভিত্তিহীন বলে খারিজ করে দিল কেন্দ্র।
আজ দফায় দফায় ট্যুইট করে সরকার জানিয়ে দিল, শীঘ্রই প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে ফের এসে ৫০-১০০ টাকার নোটও বাতিল ঘোষণা করবেন বলে যে গুজব ছড়াচ্ছে, তা স্রেফ 'মিথ'। সরকারের এমন কোনও অভিপ্রায়ই নেই। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক ট্যুইটে বলেছেন, সারবত্তাহীন। আর কোনও অঙ্কের বৈধ নোট বাতিল করার ভাবনাই নেই।
৫০০-১০০০ এর নোট বাতিল করার খবর আগেভাগে ক্ষমতাসীন দল ও তাদের ঘনিষ্ঠ মহলকে জানিয়ে দিয়ে তাদের আগাম ফায়দা তোলার সুযোগ করে দেওয়ার অভিযোগও প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারের দাবি, এ ব্যাপারে সামান্য কোনও তথ্যও ফাঁস হয়নি, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার নীতি পালন করা হয়েছে।
পাশাপাশি ৫০০-১০০০ এর নোট বাতিল করার ফলে উপকারের চেয়েও ক্ষতির পরিমাণই বেশি, এই বক্তব্যও নাকচ করে দেওয়া হয়েছে।
ব্যাঙ্কের লকার সিল করে দিয়ে সোনা-দানা, হিরের গয়না ফ্রিজ করার পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছে পিআইবি।
২০০০ টাকার নতুন নোটের মান ভাল নয়, তার রং ফিকে হয়ে যাচ্ছে, এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এটা নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার। এ নিয়ে উদ্বিগ্ন হতে হবে না।
২০০০ টাকার নোটে চিপ লাগানো রয়েছে, এমন ধারণাও উড়িয়ে বলা হয়েছে, সবই নিছক কল্পনা। ট্যুইটে বলা হয়েছে, এনফোর্সমেন্ট শাখা নজর রাখছে। বেনামি সম্পত্তি লেনদেন আইনে সংশোধন আনা হয়েছে, কালো টাকা রুখতে বিদেশি রাষ্ট্রের সঙ্গে তথ্য আদানপ্রদানের চুক্তিও হচ্ছে।
এদিকে রিজার্ভ ব্যাঙ্ক এক সার্কুলার জারি করে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে যে, কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫০ হাজার টাকার বেশি জমা দিতে এলে যদি তাঁর অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বরের সংযোগ না থাকে, তবে তাঁকে অবশ্যই প্যানের কপি দিতে হবে। এটা যেন ব্যাঙ্কগুলি কঠোর ভাবে মেনে চলে।
এবার বাতিল ৫০-১০০ টাকার নোট! গুজব বলে ওড়াল সরকার
web desk, ABP Ananda
Updated at:
16 Nov 2016 09:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -