জয়পুর: রাজস্থানে রাট আটটার পর আর মদ বিক্রি করা চলবে না। শনিবার নির্দেশ জারি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। রাজ্যের আবগারি দফতরে পাঠানো নির্দেশিকায় তিনি কঠোর বার্তা দিয়েছেন যে, রাত আটটার পর মদ বিক্রি করা হলে মোটা অঙ্কের জরিমানা করা হবে। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করা হলে সেই দোকান সিল করে দেওয়ার পাশাপাশি বাতিল করা হবে লাইসেন্সও।
মুখ্যমন্ত্রীর দফতরের সিনিয়র আধিকারিকদের নিয়ে এক বৈঠকে গহলৌত বলেছেন, '২০০৮ সালেও রাত আটটার পর মদ বিক্রি বন্ধ করতে একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। তাতে সমাজের কাছে একটা ইতিবাচক বার্তাও দেওয়া গিয়েছিল।'
ওই বৈঠকে এমনও অভিযোগ ওঠে যে, অনেক দোকানে বোতলে উল্লেখ করা সর্বোচ্চ বিক্রয় মূল্যের (এমএসপি) চেয়েও মদের দাম বেশি নেওয়া হচ্ছে। সেই সমস্ত দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গহলৌত। রাজ্যে অবৈধ ভাবে মদ আমদানি বন্ধ করার নির্দেশও জারি করেছেন তিনি।