নয়াদিল্লি: গর্ভাবস্থার পর আর সেক্স করবেন না। মাংস টাংস খেয়ে ফেলবেন না যেন। নিরামিষ খান, পবিত্র চিন্তা করুন, ঘরে সুন্দর ছবি রাখুন। তাহলেই গোলগাল, পুরুষ্টু ছানা হবে। বলল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক।

২১ তারিখ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে একটি বুকলেট বা পুস্তিকা বার করেছে মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক প্রকাশ করেছেন পুস্তিকাটি। তাতেই এই পরামর্শ দেওয়া হয়েছে।

পুস্তিকায় বলা হয়েছে, সুস্থ বাচ্চা পেতে গর্ভবতী মহিলারা অবশ্যই আকাঙ্খা, ক্রোধ, আকর্ষণ, ঘৃণা ও যৌন কামনা থেকে দূরে থাকবেন। কুসঙ্গ পরিহার করুন। শান্তিপূর্ণ পরিবেশে ভাল মানুষের সঙ্গে মেলামেশা করুন। শোয়ার ঘরে ভাল, সুন্দর ছবি রাখুন যা শিশুর ওপর প্রভাব ফেলবে। আত্মসমীক্ষা করুন, আধ্যাত্মিক চিন্তাভাবনা করুন। মহৎ ব্যক্তিদের জীবনী পড়ুন। শান্ত থাকুন।

স্ত্রী রোগ বিশেষজ্ঞরা অবশ্য জানিয়ে দিয়েছেন, এই পরামর্শ অবৈজ্ঞানিক। অন্তঃসত্ত্বাদের শরীরে প্রোটিনের ঘাটতি থেকে অপুষ্টি আর রক্তাল্পতাই সব থেকে বড় স্বাস্থ্য সংকট। প্রোটিন আর আয়রনের জন্য মাংস খাওয়া অত্যন্ত জরুরি, কারণ নিরামিষ প্রোটিনের তুলনায় প্রাণিজ প্রোটিন শরীরে অনেক সহজে মিশে যায়।

আর গর্ভাবস্থায় যদি জটিলতা না থাকে, সেক্সেও সমস্যা নেই, যদিও ফার্স্ট ট্রিমেস্টারে সাবধানে থাকাই বিধেয়।

চিকিৎসকদের মতে, গর্ভবতীদের আনন্দে থাকা অবশ্যই উচিত কিন্তু ঠিক কী ভেবে তাঁরা খুশি থাকবেন তা বলে দেওয়ার বদলে আমাদের উচিত, তাঁদের সেটাই করতে উৎসাহ দেওয়া, যা করে তাঁরা আনন্দে থাকেন। বাইরে থেকে চাপিয়ে দেওয়া নয়।